টমেটো কিনলেই লাউ ফ্রি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২২, ২০২৪, ১০:২৩ এএম

টমেটো কিনলেই লাউ ফ্রি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রোজার মাস ও বৃষ্টির ফলে কমতে শুরু করেছে সবজির দাম। সবজি পঁচে যাওয়ার আশঙ্কায় একটির সাথে একটি ফ্রি দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ি কাঁচাবাজারে এই চিত্র দেখা গেছে।

ওসমান মিয়া নামে সবজির ব্যবসায়ী জানান, বৃষ্টির কারণে সবজিতে পঁচন ধরছে। ফলে দ্রুত বিক্রি করার জন্য অফার দিচ্ছি।

মূলত টমেটো কেজিপ্রতি ২৫ টাকা ও লাউ ২০ টাকা পিস বিক্রি হচ্ছে। কিন্তু ২ কেজি টমেটো কিনলে একটি লাউ ফ্রি দেয়া হচ্ছে।

এদিকে দেশি মাছের দাম বাড়লেও কমেছে সামুদ্রিক মাছের দাম। পোয়া মাছ ২০০ থেকে ৩০০ টাকা, ছোট রূপচাদা ১৩০ টাকা, বড় রূপচাদা ৪০০ টাকা, পাবদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে দেশি মাছ বাড়তি দামেই অপরিবর্তিত আছে।

পাঙ্গাস ১৬০ টাকা কেজি, রুই ২২০ টাকা কেজি, তেলাপিয়া ১৮০ টাকা কেজি, ইলিসজ ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 এদিকে মাছের কাঁটার দামও বেড়েছে ২০ টাকা কেজি বিক্রি করলেও ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কমেছে সবজির দাম, পটল, বরবটি ৫০ - ৬০ টাকা, ঝিংগা, ঢেড়স ৫০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ - ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কেজিতে কমেছে। তবে শাকের দাম অপরিবর্তিত রয়েছে।

Link copied!