সংগৃহীত ছবি
ঈদের আগে মাংস চড়া দামে বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, যাত্রাবাড়ী, শনিরআখড়া, বাড্ডাসহ কয়েকটি এলাকায় এই দামের চিত্র দেখা গেছে।
মাংসের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার কোনোটারই কোনও প্রভাব পড়েনি বাজারে। রোজা শুরুর আগেও যে ব্রয়লার মুরগির কেজি ছিল ২১৫ টাকা বা তার আশপাশে, আজ তা আড়াইশ’ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের আগে যে গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, আজ তা ৮০০ টাকা।
মুরগীর বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগির দামও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। যা সপ্তাহ খানেক আগেও ছিল ১৯০ থেকে ২০০ টাকার মধ্যে ছিল। এছাড়া সোনালী মুরগির দামও বেড়ে প্রতি কেজি এখন ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কক মুরগি প্রতি কেজি ৩৬০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
খাসির মাংস সাধারণত ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে বিক্রি হলেও গতকাল বিক্রেতাদের কেউ কেউ এই মাংসের দাম ১ হাজার ২০০ টাকা পর্যন্ত চেয়েছেন।