প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৬, ২০২৪, ০১:০০ পিএম

প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট

সরকারকে ধন্যবাদ জানান ব্যবসায়ী নেতারা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (৬ জুন) এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে বাজেট উত্থাপনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তারা।

আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থ বছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

প্রস্তাবিত এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা আগের অর্থ বছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত এই বাজেটের প্রতিপাদ্য ‍‍‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার‍’।

আগামী বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটেও একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। পরে যদিও লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় ৭ দশমিক ৫ শতাংশ। অথচ চলতি অর্থবছরজুড়েই মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের বেশি। এদিকে আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৬ দশমিক ৭৫ শতাংশ। চলতি অর্থবছরে এ হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হলেও পরে তা ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

Link copied!