দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৮, ২০২৪, ১০:৩৬ এএম

দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

সংগৃহীত ছবি

সয়াবিন তেলের দাম পুননির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ ও পামওয়েল ১৩৫ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাম বেঁধে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

পাঁচ লিটারের বোতল ৮০০ টাকা ছিল, সেটা ৮১৮ টাকা করা হয়েছে। পাম অয়েল সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা করা হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৬৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের লিটার ১৪৯ টাকা থেকে কমিয়ে ১৪৭ টাকা করা হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা করার প্রস্তাব দেয়।

Link copied!