ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:১৭ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
‘গত ৫০ বছর ধরে আমরা করছাড় দিয়ে শিশু লালনপালন করছি; আর কতকাল লালন করব? আমি উদাহরণ দিলাম। আপনারা অনেকেই বুঝতে পারবেন’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘৫০ বছর যাবত বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না। তারা নিজেদেরকে শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।’
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।’
এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি। তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।’
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কথারও মেন্ডেট আছে। সব চাইলেই দিয়ে দেওয়া যাবে, তাও নয়- তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে।’
সভায় এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘ট্যাক্স কমপ্লায়েন্সের ঘাটতি দূর করার ক্ষেত্রে কঠোর হওয়া দরকার। যেখানে কমপ্লায়েন্সের ঘাটতি আছে সেখানে বড় পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘যেখানে কর প্রতিপালন হবে না, সেখানে কঠোর হতে হবে। তবে করদাতাদের যেন কর কার্যালয়ে আসতে না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।’
দেশে যে পরিমাণ ভ্যাট রেজিস্ট্রেশন থাকার কথা তার চাইতে অনেক কম রয়েছে বলে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট রেজিস্ট্রেশন রয়েছে মাত্র পাঁচ লাখের মতো। অথচ এটা ২০ থেকে ২৫ লাখ না হওয়ার কোনো কারণ নেই। কীভাবে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়ানো যায়, তা নিয়ে কাজ চলছে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।
আজ ১০ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় দিবস পালিত হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভ্যাট সপ্তাহ পালন করবে রাজস্ব বোর্ড।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    