ডিসেম্বরে রেমিট্যান্স বাড়ল ১৭%

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৪, ০৪:০৮ পিএম

ডিসেম্বরে রেমিট্যান্স বাড়ল ১৭%

সংগৃহীত ছবি

ডলার সংগ্রহের নির্ধারিত দামের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছুটা নমনীয়তার কারণে ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭.০৬ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রেমিট্যান্সের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক; সেখানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের প্রথম ২২ দিনে ব্যাংকগুলো ১.৫৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা আগের বছরের ডিসেম্বরের একই সময়ে ছিল ১.২৯ বিলিয়ন ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, অনুকূল বিনিময় হারের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত মাসে এক ডলারের জন্য ১২২ টাকা পর্যন্ত দাম পাওয়া গেছে।

এর আগে ২০২৩ সালের শেষ মসে আসা এই রেমিট্যান্স আগের বছরের ডিসেম্বরের চেয়ে ১৭ দশমিক ০৭ শতাংশ বেশি। ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স বাবদে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার দেশে এসেছিল। ২০২২-২৩ অর্থবছরের এই সময়ে প্রবাসীরা ১০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪৮ শতাংশ। আর গত বছরের নভেম্বর শেষে দেশে এসেছিল ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয়, আগের বছরের একই মাসের চেয়ে যা ২১ শতাংশ বেশি।

Link copied!