মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট

ফারহানা জিয়াসমিন

জানুয়ারি ২৯, ২০২৪, ০৯:২০ পিএম

মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট

সংগৃহীত ছবি

ইলন মাস্ককে টপকে এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ফরাসি বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। 

ফোর্বসের ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নিয়ারস তালিকার শীর্ষ স্থানে রয়েছে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। বর্তমানে এই ফরাসি ব্যবসায়ী ও তার পরিবারের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ দশমিক ২ বিলিয়ন ডলার।

শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসা ইলন মাস্কের সম্পদমূল্য ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদমূল্য ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকা অনুযায়ী, আর্নল্ট এবং তার পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেড়ে এখন ২০৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। যেখানে সেদিন ইলন মাস্কের সম্পদমূল্য ২০৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফলে ধনীদের তালিকার শীর্ষ স্থান থেকে ছিটকে পড়েন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

গত বছরের এপ্রিলে এলভিএমএইচের শেয়ারদরের ওপর ভর করে ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ায় বার্নার্ড আর্নল্টের সম্পদ।

বিলাসবহুল পণ্যের চাহিদা ক্রমবর্ধমানভাবে বাড়ার কারণে ২০২৩ সালে এলভিএমএইচের শেয়ারদর ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় আর্নল্টের সম্পদ বেড়েছে ৩৯ বিলিয়ন ডলার।

২০০ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জনকারী বিশ্বের তৃতীয় ব্যক্তি হচ্ছেন আর্নল্ট। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন ইলন মাস্ক ও জেফ বেজোস।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকায় বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন—
১. বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার, মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার
২. ইলন মাস্ক, মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার
৩. জেফ বেজোস, মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার
৪. ল্যারি এলিসন, মোট সম্পদের পরিমাণ ১৪২.২ বিলিয়ন ডলার
৫. মার্ক জুকারবার্গ, মোট সম্পদের পরিমাণ ১৩৯.১ বিলিয়ন ডলার
৬. ওয়ারেন বাফেট, মোট সম্পদের পরিমাণ ১২৭.২ বিলিয়ন ডলার
৭. ল্যারি পেজ, মোট সম্পদের পরিমাণ ১২৭.১ বিলিয়ন ডলার
৮. বিল গেটস, মোট সম্পদের পরিমাণ ১২২.৯ বিলিয়ন ডলার
৯. সের্গেই ব্রিন, মোট সম্পদের পরিমাণ ১২১.৭ বিলিয়ন ডলার
১০. স্টিভ বলমার, মোট সম্পদের পরিমাণ ১১৮.৮ বিলিয়ন

ফোর্বসের তালিকায় শীর্ষ স্থান হারালেও ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে এখনও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান ধরে রেখেছেন মাস্ক। তালিকার শীর্ষে থাকা ইলন মাস্কের সম্পদমূল্য ১৯৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের সম্পদ ১৮৪ বিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে থাকা বার্নার্ড আর্নল্টের সম্পদ ১৮৩ বিলিয়ন ডলার।

Link copied!