ঈদের ছুটি কাটিয়ে কারখানায় ফিরেছেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২২, ০৩:৩৭ পিএম

ঈদের ছুটি কাটিয়ে কারখানায় ফিরেছেন পোশাক শ্রমিকরা

ঈদের ছুটি শেষে অধিকাংশ তৈরি পোশাক কারখানা ও অন্যান্য শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়েছে। আশুলিয়ার একটি পোশাক কারখানার মালিক রুবায়েত আহমেদ জানান, পোশাক শ্রমিক ও টেকনিশিয়ানরা নিজেদের কাজে যোগ দিয়েছেন। বাকি শ্রমিকেরাও আগামী কয়েকদিনের মধ্যে কাজে যোগ দেবেন। তিনি বলেন, এবারের ঈদে অনেক গার্মেন্টসেই ১০ দিন বা তারও বেশি ঈদের ছুটি ঘোষণা করা হয়। শনিবার এ ছুটি শেষ হওয়ার পর কর্মীরা কারখানায় ফিরেছেন। ২-৩ দিনের মধ্যে বাকি সব কারখানায় কাজ শুরু হবে।

নিটওয়্যার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, কিছু কারখানা এবার একটু বেশি ছুটি দিয়েছে। তারা আগামীকাল বা পরশু থেকে কারখানা খুলবে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে বাস, লঞ্চ ও ট্রেনের পাশাপাশি ট্রাকে করে ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জের পোশাক কারখানার এলাকাগুলোতে ফিরছেন পোশাক শ্রমিকরা।  

Link copied!