এলপিজির দাম কমলো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০২:১১ পিএম

এলপিজির দাম কমলো

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার থেকেই এ দাম কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

আব্দুল জলিল বলেন, গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমেছে। ১৬টি প্রতিষ্ঠানের এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের দাম ধরা হয়েছে ১০৫ টাকা ৬৩ পয়সা, ডিসেম্বরে ছিল ১০৫ টাকা ২২ পয়সা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার। জানুয়ারি মাসে তা কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছে।

এ দিকে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি তিন টাকা কমিয়ে ৫৭ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা গত মাসে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৯৭ টাকা, আগস্টে ছিল ১ হাজার ২১৯ টাকা, জুলাইয়ে ছিল ১ হাজার ২৫৪ টাকা, জুনে ছিল ১ হাজার ২৪২ টাকা, মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

 

 

Link copied!