টাকার বিপরীতে ফের বাড়ল ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২২, ০১:৩২ এএম

টাকার বিপরীতে ফের বাড়ল ডলারের দাম

বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় টাকার বিপরীতে ডলারের মান আবারও বেড়ে গেছে। মঙ্গলবার প্রতি ডলারে টাকার কমিয়ে আন্তঃব্যাংক দর ৯৩ টাকা ৪৫ পয়সা  ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার ডলারের দাম ছিল ৯২.৯৫ টাকা। একদিনের ব্যবধানে টাকার মান কমলো ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার প্রতি ডলার ৯৩.৪৫ টাকা দরে ব্যাংকগুলোর নিকট ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯৩.৪৫ টাকা। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

প্রসঙ্গত,দুই মাসের ব্যবধানে ১২ দফা বাড়ানো হয়েছে মার্কিন ডলারের দাম। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৭ টাকা। এর আগে, গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পরবর্তীতে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এরপর ৯ বার বাড়ে ডলারের দাম।

গত মাসে ডলারের দাম বেড়ে খোলা বাজারে ১০২ টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে খোলা বাজারে ৯৮ থেকে ৯৯ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।

Link copied!