জুন ১১, ২০২৩, ০১:৩২ এএম
সৌদি আরবে পবিত্র হজ্ব পালনে যেতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি না পেয়ে ক্ষুদ্ধ হয়েছেন একাধিক শীর্ষ ব্যাংকার ও বাংলাদেশ ব্যাংক কর্মকতা।
জানা যায়, বেসরকারী তিন ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক (এমডি) সহ শতাধিক ব্যাংকারকে এবার হজ্ব পালনে অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক।
দায়িত্বশীল একাধিক সু্ত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে হজ্বে যেতে অনুমতি পাননি এমন তালিকায় বাংলাদেশ ব্যাংকেরও অনেক কর্মকর্তা রয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক দি রিপোর্টকে বলেছেন, ডলার ব্যয়ে সরকারের কৃচ্ছতাসাধন নীতি আছে। এছাড়াও, অনেকে ইতোপূর্বে একাধিকবার হজ্ব পালন করেছেন।
তিনি বলেন, এককথায় অপ্রয়োজনীয় ডলার ব্যয় পরিহার করতেই ইতোপূর্বে যারা হজ্ব করেছেন তাদেরকে এবার অনুমতি দেয়া হয়নি।
মেজবাউল হক এটাও স্বীকার করেন শুধু ব্যাংকগুলোতে নয় বাংলাদেশ ব্যাংকের অনেকেও এবার অনুমতি চেয়ে পাননি।
কথা হয় বেসরকারী শীর্ষ দুই ব্যাংকের এমডি ও চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)`র সাথে। তারা হজ্বে যাবার অনুমতি চেয়ে এবার পাননি।
একজন বললেন, "আমি অনুমতি চেয়েছিলাম। পাইনি। বেশী কিছু বললে তো চাকরি থাকে না।"
তিনি জানান, তার জানামতে আরও দুই একজনের আবেদনও অনুমোদন হয়নি।
দুঃখ করে তিনি বলেন, "তবে কাউকে কাউকে হজ্বসহ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে বিদেশ ভ্রমনে অনুমতি দেয়া হয়েছে।"
এদিকে, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন যে তারা পূর্বে একা হজ্ব করেছেন। এবার পরিবারের সদস্য (যেমন স্রীসহ) যেতে পরিকল্পনা করেছিলেন। একজন বলেন, "হায়াত ময়ুত ত ঠিক নাই। মনের আশা পূরণ হলো না।"
কর্মকর্তাদের কেউ নাম পরিচয় প্রকাশ করতে চাননি।