নতুন রেকর্ড গড়ল দেশের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২১, ০৯:৩৬ পিএম

নতুন রেকর্ড গড়ল দেশের পুঁজিবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১২ আগস্ট) বড় উত্থানের মাধ্যমে নতুন রেকর্ড উচ্চতায় উঠেছে দেশের পুঁজিবাজার। এদিন পুঁজিরবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪৮ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চালুর পর থেকে আজকেই সর্বোচ্চ অবস্থান। এর চেয়ে বেশি অবস্থানে আর কখনো উঠেনি সূচকটি। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৯.০৩ পয়েন্টে এবং দুই হাজার ৪২৭.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৯টির বা ৫৫.৫৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৪টির বা ৩৮.২৯ শতাংশের এবং ২৩টির বা ৬.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৭.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৫.৩৯ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৪টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Link copied!