সিলেট-শারজাহ ফ্লাইটে যৌন হয়রানী

ফ্লাইট পার্সার মো: লুৎফর রহমান ফারুকী বরখাস্ত

বিশেষ প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ০৮:১৫ পিএম

ফ্লাইট পার্সার মো: লুৎফর রহমান ফারুকী বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর সিলেট থেকে শারজাহগামী ফ্লাইটে বিজনিস ক্লাসের এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চাকরি হারালেন ফ্লাইট পার্সার মো: লুৎফর রহমান ফারুকী।

এর আগেও তার বিরুদ্ধে নারী সহকর্মীদের সাথে অশালীন আচরন ও যৌন হয়রানীর অভিযোগ ছিলো।

রাষ্ট্রীয় এ বিমান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় দি রিপোর্ট ডট লাইভ কে বলেন, এটি একটি গুরুতর অভিযোগ। বিমানের ভাবমূর্তি ক্ষুন্নকারী কাউকে ছাড় দেয়া হবে না। আমি বাইরে ছিলাম। একটু আগেই অভিযুক্ত ফ্লাইট পার্সারকে সাময়িক বরখাস্ত করার পত্রে স্বাক্ষর করেছি।

বিমান এমডি বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে হলে সে স্হায়ীভাবে চাকরি হারাবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।

চাকরি থেকে বরখাস্ত করা পত্রে উল্লেখ করা ঘটনার বিবরনে জানা যায় গত ১১ জুলাই সিলেট থেকে আরব আমিরাতের শারজাহগামী বিজি-২৫১ ফ্লাইটে বিজনেস ক্লাসে এ ঘটনা ঘটে। 
বিমান সুত্র আরও জানায় ঐদিন বিমানের একটি ফ্লাইটে বিজনিস ক্লাসে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব আমিরাতের শারজাহ যাচ্ছিলেন এক তরুণী। রাত সোয়া ৮টায় ফ্লাইটটি ছেড়ে যায় শারজাহর উদ্দেশ্যে। সেদিন বিজনেস ক্লাসের একমাত্র যাত্রী ছিলেন ওই তরুণী। এ সময় কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকী ঐ নারী যাত্রীর সাথে অশোভন আচরন করেছেন ও বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছেন।

ই-মেইলে তরুনী অভিযোগে বলেন ফ্লাইটের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেননি ভুক্তভোগী। তবে তিনি ই-মেইলে জানান বিমানের কোনও ফ্লাইটে তিনি আর ভ্রমণ করবেন না।

Link copied!