বাজার তদারকিতে গড়িমসি ডিএনসিসি’র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২২, ১২:৫০ এএম

বাজার তদারকিতে গড়িমসি ডিএনসিসি’র

চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিনিয়ত বেড়ে চলেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আর রমজান মাস আসলেই বাজারে উত্তাপ বেড়ে যায় আরও বেশি। সরকারের পাশপাশি সিটি করপোরেশনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাজারের এই উত্তাপ সহনীয় পর্যায়ে রাখতে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএসসিসি) রাজধানীর অন্তত ১০টি অঞ্চলে বাজার তদারকি করার নির্দেশনা দেয়। তবে রবিবার তাদের কার্যক্রমে গড়িমসি ভাব লক্ষ্য করা গেছে। মাত্র দুইটি অঞ্চল ছাড়া অন্যগুলোতে বাজার তদারকির চিত্র দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এবং ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালানোর কথা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। তার জন্য উত্তর সিটির ১০ টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত নিয়োগ দেয়া হয়। কিন্তু সকাল থেকে ২-১ টি অঞ্চল বাদে সব কয়টি অঞ্চলে ঢিলেঢালা ভাবে অভিযান চালানো হয়। কিছু অঞ্চলে অভিযানই পরিচালনা করা হয়নি।
অঞ্চল-১ এর উত্তরা ৭ ও ৯ নং সেক্টরে সকাল ১০ টায় অভিযানে নামা হলেও মাত্র একজনকে ২০০ টাকা জরিমানা করে একঘন্টার মধ্যে অভিযান শেষ করে ভ্রাম্যমান আদালত। কিন্তু অঞ্চল ১ এ নামলেও অঞ্চল-৭ এ আর নামেনি ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে অঞ্চল ১ ও ৭ এর আঞ্চলিক কর্মকর্তা মো. জুলকার নায়ন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, "আমরা সকালে অঞ্চল-১ এর উত্তরা ৭ ও ৯ নং সেক্টরে নেমেছিলাম। তবে আজকে প্রথম দিন বলে আমরা হার্ড লাইনে যাইনি।  শুধু রাস্তাঘাটে জিনিসপত্র রাখার কারণে ২০০ টাকার মামলা করা হয়েছে। আর আজকে অঞ্চল-১ এ নামার কারণে অঞ্চল ৭ এ নামা হয়নি। আগামীকাল অঞ্চল-৭ এ নামবো।"
অঞ্চল-১ এর মতো অঞ্চল-২ এ চলে ঢিলেঢালা অভিযান। সকাল ১১ টায় আঞ্চলিক কর্মকর্তা মিরপুরের পল্লবীতে নামে আধাঘন্টার জন্য। তবে সেখানে কোন ধরনের জরিমানা করা হয়নি।
এ বিষয়ে অঞ্চল-২ এর আঞ্চলিক কর্মকর্তা মো. জিয়াউর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন,"আমরা সকালে একবার অভিযানে নেমেছি। তবে কাউকে জরিমানা করা হয়নি। সচেতন করা হয়েছে সবাইকে। আমরা বিকেল ৪ টা নাগাদ একবার নামার চিন্তা করছি।"
অঞ্চল ১,২ এ নামা হলেও নিয়োগ পরীক্ষার ঝামেলার কারণে নামেনি অঞ্চল ৩ এর আঞ্চলিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, "আমি এখনো নিয়োগ পরীক্ষার কার্যক্রমে ব্যস্ত আছি কখন নামবো ঠিক বলতে পারছি না।তবে আজ নামা না হলেও আগামীকাল অবশ্যই নামবো।"
সব জায়গায় ঢিলেঢালা অভিযান চললেও অঞ্চল-৪ গাবতলীর এক হোটেলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে আঞ্চলিক কর্মকর্তা মো. আবেদ আলী। তাও চলে ঘন্টা দুইয়ের মতো।
এ বিষয়ে অঞ্চল-৪ এর আঞ্চলিক কর্মকর্তা মো. আবেদ আলী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, "আমরা সকালে গাবতলিতে নেমেছি। সেখানে রাস্তায় যেসব গাড়ি রাখা হয়েছে সেসব গাড়ির কাগজপত্র চেক করেছি। তারপর গিয়েছিলাম এক হোটেলে।  সেখানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"
অঞ্চল-৩ এর মতো প্রস্তুতি না থাকায় অভিযানে নামেনি অঞ্চল-৫ এর আঞ্চলিক কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, "আজকে আমাদের প্রস্তুতিগত সমস্যা রয়েছে। আগামীকাল ১২ টার দিকে আমরা অভিযান শুরু করবো।"
অন্যান্য অঞ্চলগুলোর মতো অঞ্চল-৬ তেও চলে উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালতের ঢিলেঢালা অভিযান। একসঙ্গে দুইটি অঞ্চলের দায়িত্ব থাকলেও অঞ্চল-৬ অভিযান চালান আঞ্চলিক কর্মকর্তা সাজিয়া আফরিন। তবে অন্য অঞ্চল-৮ এর অভিযানে নামেননি তিনি।  
তিনি এই প্রতিবেদককে বলেন, "আমরা সকালে অঞ্চল-৬ এ নেমেছি। প্রথম দিন বলে আমরা কোন ধরনের জেল - জরিমানা করিনি। আমরা মাইকিং ও সচেতন করার চেষ্টা করছি সবাইকে। আগামীকাল অঞ্চল-৮ এ আমরা নামবো।"
এদিকে, গাড়ি নষ্ট হওয়ার কারণে অভিযান চালাতে পারেননি বলে জানিয়েছেন অঞ্চল-৯ ও ১০ এর আঞ্চলিক কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত।
তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, "আমিতো অভিযানে নামতে চেয়েছিলাম। কিন্তু সকালে আমার গাড়ি নষ্ট হয়ে যায়। যার কারণে আর নামতে পারিনি। আশাকরি আগামীকালই আমরা নামতে পারবো।"

তবে দুই একজন দেরি করে নামলেও সব অঞ্চলে বাজার তদারকি কার্যক্রম শুরু হয়েছে বলে দাবি করেছেন ডিএসসিসি’র  প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মো. সেলিম রেজা। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, "আমাদের আসলে আজকে থেকে মোবাইল কোর্ট নিয়ন্ত্রণের জন্য মেজিস্ট্রেট নিয়োগ করেছি। ইফতারের আগে কিছু মোবাইল কোর্ট নামবে। আমরা মূলত ইফতারের ভেজাল খাদ্য ও বাজার নিয়ন্ত্রণে কাজ করছি এবার। দুই-একজন হয়তো দেরি করে নামতেছে। তবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সব কয়টি অঞ্চল সেন্ট্রাল মনিটরিংয়ের মধ্যে রেখেছি।” কোন অঞ্চল কি কাজ করছে তা সব সময় তদারকি করা হচ্ছে বলেও জানান ডিএনসিসি’র এই সিইও।

আরও পড়তে পারেন- জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার

Link copied!