বাজেট ২০২৩-২৪

বাড়তে পারে সানগ্লাসের দামও

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১, ২০২৩, ০৮:৩৩ পিএম

বাড়তে পারে সানগ্লাসের দামও

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কর প্রস্তাবের কারণে সানগ্লাসের দাম বাড়তে পারে। বর্তমানে উৎপাদন পর্যায়ে প্লাস্টিক ও মেটাল সানগ্লাসের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হয় ৫ শতাংশ। এটি বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে সানগ্লাসের দাম বাড়তে পারে।

এবারের অর্থবছরের জন্য অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানিশুল্ক অথবা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাড়ানো হয়েছে। আগামী বাজেটে করহার ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে ।

বর্তমান ৫ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে  চশমা ও গগলসের সামগ্রী আমদানির ক্ষেত্রে ।চশমার ফ্রেম বা গগলসের আনুষঙ্গিক সামগ্রী এবং মূল পণ্যের গঠন প্রায় একই রকম। আর তৈরি গগলসের আমদানি শুল্কহার ২৫ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সূত্র হতে জানা যায়, দেশে প্রায় ১৫ লাখ পিস আমদানি করা রোদচশমা বিক্রি হয় বছরে। এ ছাড়া চশমার আনুষঙ্গিক উপকরণ বিক্রি হয় প্রায় ৮ কোটি টাকার ।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু হয়। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের) বাজেট উপস্থাপন শুরু করেছেন।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ মেয়াদে এটি ২৩ তম বাজেট। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

Link copied!