বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

এম মনিরুল আলম

জুন ২২, ২০২৩, ০৭:০০ পিএম

বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বিদেশী বিনিয়োগকারী কর্তৃক বাংলাদেশে বিনিয়োগের জন্য নিয়ে আসা অর্থ (ইক্যুাইটি) টাকায় এনক্যাশমেন্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাূদেশে ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রার বিনিময় হার এর অস্হিরতায় ‍‍`এক্সচেঞ্জ রেট লস‍‍` এর হাত থেকে বিদেশী বিনিয়োগকারীদের রক্ষা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রা নীতি বিভাগ (এফইপিডি) বৃহস্পতিবার (২২ জুন) এক নতুন সার্কুলারে এ সুবিধার কথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়েছে। একইসাথে এ বিষয়ে গ্রাহককে অবহিতকরন সহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন উর্ধতন কর্মকর্তা দি রিপোর্ট ডট লাইভ কে বলেন, নতুন এ সার্কুলারের মাধ্যমে এখন থেকে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে নিয়ে আসা অর্থ এক বছর পর্যন্ত টেম্পোরারি ফরেন কারেন্সী (এফসি) এ্যাকাউন্ট এ রাখতে পারবেন। ইক্যুইটির এই অর্থ আবার বিদেশী বিনিয়োগকারীরা একবছর সময় পর্যন্ত বিনিয়োগের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কেনাকাটায়ও ব্যবহার করতে পারবেন। এতে করে বিদেশী বিনিয়োগকারীরা এক্সচেন্জ রেট গেইন এর সুবিধা নিতে ও লস বর্জন করতে পারবেন।

২০১৮ সালের সার্কুলারের নির্দেশ অনুযায়ী বাংলাদেশে বিদেশী বিনিয়োগের  জন্য নিয়ে আসা ইক্যুইটি টাকায় কনভার্ট করার নির্দেশনা জারী করা হয়েছিল। এতে করে একজন বিনিয়োগকারীকে আমদানী ঋণপত্র করতে বারবার এক্সচেঞ্জ রেট লস এ পড়তে হতো।

এদিকে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর মেয়াদের তুলনায় ২০২২ সালের একই সময়ে ইক্যুইটি প্রবাহ কমেছে ৫২ দশমিক ৯১ শতাংশ।

বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিয়োগ প্রবাহের ক্ষেত্রে ইতিবাচক ভূরাজনৈতিক পরিস্হিতি পর্যবেক্ষণ করে আগামী অর্থবছরে বাড়তি বিনিয়োগ প্রত্যাশা করছে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার ১৮ জুন মূদ্রানীতি ঘোষনার বক্তব্যে বলেন, ৭ দশমিক পাঁচ শতাংশ মোট জাতীয় উৎপাদন বা জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশে প্রচুর বেসরকারী বিনিয়োগ দরকার। এজন্য বিনিয়োগের একটি বড় উৎস হিসেবে বিদেশী বিনিয়োগকে টার্গেট করা হচ্ছে।

ইতোমধ্যে, সরকার দেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ১০০ ইকোনোমিক জোনের অবকাঠামো নির্মাণ করে সেখানে শিল্প কারখানা স্হাপনের জন্য প্রয়োজনীয় সড়ক যোগাযোগ ও ইউটিলিটি সার্ভিস সরবরাহ সুবিধা সৃজন করছে।
 

Link copied!