ভারতে রুপির দামের পতন থামছেই না। অব্যাহত আছে পতনের এই ধারা। বুধবার রেকর্ড গড়ে এই প্রথম ডলারের দর ৮৩ রুপিতে উঠলো। অর্থাৎ এক দিনেই ডলারের দর বাড়লো ৬০ পয়সা। তবে দিন শেষে রুপির দর কিছুটা বৃদ্ধি পেয়েছে। শেষ বেলায় এক ডলারের দর গিয়ে দাঁড়িয়েছে অবশ্য ৮২ দশমিক ২৫ ডলারে।
গতকালও রুপির রেকর্ড দরপতন হয়। আজ আবার তা নতুন রেকর্ড গড়ল। প্রতিদিন রুপির এ দরপতন রেকর্ড শব্দটিকেই মূল্যহীন করে দিচ্ছে। তবে রুপিরই নয়, বিশ্ব অর্থনীতির এ অনিশ্চয়তার যুগে ভারতসহ বিশ্বের অনেক মুদ্রারই দরপতন হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, এক মাসের কম সময়ে ৭৯ রুপির ঘর থেকে ৮৩ রুপিতে উঠেছে ডলার। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, রুপির পতন হয়নি, বরং ডলার শক্তি বাড়াচ্ছে। তাঁর এ মন্তব্য নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়, কটাক্ষ করেন বিরোধীরাও।
রুপি বাঁচাতে ভারতের কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, এদিন সেই প্রশ্ন তুলেছে এনসিপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য, রুপি সবল হোক বা দুর্বল, দেশের অর্থনীতিতে প্রাণ ফেরাতে অনেক কিছু করতে হবে। কারণ, নরেন্দ্র মোদির জমানায় অর্থনীতি পঙ্গু হয়ে গেছে।
সূত্র: এনডিটিভি