রিজার্ভ ভালো আছে, ভয়ের কোনো কারণ নেই: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২২, ০৯:২৮ পিএম

রিজার্ভ ভালো আছে, ভয়ের কোনো কারণ নেই: পরিকল্পনামন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ  নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজনৈতিক কারণে কেউ কেউ রিজার্ভ নিয়ে অযৌক্তিক শঙ্কা প্রকাশ করছেন বলেও জানান।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাদেন রিজার্ভ ভালো আছে। ২০০৮ সালে যখন রির্জাভ ৫ বিলিয়ন ডলার ছিল। বিএনপি সরকার রেখে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা ৪৮-এ উঠলাম। ভালো খরচ করে ৪০-এ নামলাম। আমরা তো মনে হয় অযৌক্তিক শঙ্কা। রাজনৈতিক কারণে কেউ কেউ মন্তব্য করছেন।”

রিজার্ভ ৩৯ বিলিয়নে নেমে আবারও বাড়ছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, “ আমার জানামতে ৪০-এ ক্রস করেছে। আমি জানি আমাদের রিজার্ভ ভালো আছে। রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।”

ডলারের দাম বেড়ে যাওয়া বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “ডলারের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল। বিশ্ব মোড়লদের চাপাচাপিতে এটি ৮০ থেকে লাফিয়ে ১২০ উঠেছিল। এখন সেই অবস্থায় আর নেই। নিযন্ত্রণে চলে আসবে।”

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক(ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ।

Link copied!