লকডাউনে ব্যাংক লেনদেন স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২১, ০৯:১৪ পিএম

লকডাউনে ব্যাংক লেনদেন স্বাভাবিক

লকডাউনের প্রথম দিনে রাজধানীর ব্যাংকিং খাতে লেনদেন ছিল স্বাভাবিক। লকডাউনের আগের দিন (৪ এপ্রিল) কিছুটা ভিড় থাকলেও সোমবার (৫ এপ্রিল) লকডাউনের আচরনবিধি অনুযায়ী সকাল ৯ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও ছিল না তেমন ভিড়। 

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সোমবার থেকে পুনরায় সারাদেশে শুরু হয় লকডাউন। এর পশাপাশি লকডাউনে সরকার থেকে দেয়া হয় ১০ টি নির্দেশনা। যার মধ্যে রয়েছে ব্যাংকগুলো সকাল ৯ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনাও। সে নির্দেশনা অনুযায়ী সোমবার ব্যাংগুলোর স্বাভাবিক কার্যক্রম চলেছে। এসময় ব্যাংকে ছিল না কোন বাড়তি চাপ। রাজধানীর মতিঝিল এলাকায় কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে এই তথ্য জানা যায়। 

ব্যাংকগুলোর কার্যক্রম ও লেনদেন সম্পর্কে ট্রাস্ট ব্যাংকের অপারেশন ইনচার্জ আবু তাহের জানান, গতকাল সারাদিন ব্যাংকে কিছুটা ভিড় ছিল। লেনদেন ছিল অন্যান্য দিন থেকে কিছুটা বেশি। তবে আজ তেমন ভিড় নেই। মানুষজন স্বাভাবিক ভাবেই ব্যাংকে টাকা জমা দেয়া ও তুলতে পেরেছেন। 

অপরদিকে এবি ব্যাংক প্রধান কার্যালয়ের ব্রাঞ্চ ম্যানেজার শওকত আজিজ জানান, ব্যাংকিং খাতে করোনা বাধা সৃষ্টি করেছে বিভিন্ন ভাবে। ব্যাংকে তরল টাকা বাড়ছে প্রতিনিয়ত। কিন্তু, নতুন করে কোন উদ্যোক্তারা ব্যাংক ঋণ নিচ্ছেন না। এছাড়া ব্যাংকের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। 

Link copied!