শুল্ক অব্যাহতি পেল করোনা সংক্রান্ত ৪১ পণ্য

নিজস্ব প্রতিবেদক

মে ২০, ২০২১, ০৮:২৬ পিএম

শুল্ক অব্যাহতি পেল করোনা সংক্রান্ত ৪১ পণ্য

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ৪১ ধরণের পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) থেকে বুধবার (১৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এটি বলবত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শর্তসাপেক্ষে সকল করই অব্যাহতি

প্রজ্ঞাপনে পণ্যসমূহের সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর সবই অব্যাহতি দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে এসব পণ্য আমদানিকারকদের বেশ কিছু শর্ত প্রতিপালনের কথা বলা হয়েছে।

যেসব পণ্যের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে

কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট, কোভিড -১৯ এর হার্ড ইমিউনিটি পরীক্ষার কিট, মাস্ক ব্যবহারের জন্য কানের ব্যান্ড, নোজ প্রোটেক্টর ক্লিপ মাস্ক, জীবাণুনাশক বাল্ক, প্লাস্টিক ফেস শিল্ড, এন৯৫/কেএন৯৫ মাস্ক, প্রতিরক্ষামূলক চশমা এবং গগলস, গ্যাস মাস্ক, কোভিড-১৯ পরীক্ষার যন্ত্রপাতি ও উপকরণ, বিভিন্ন ওজনের নন ওভেন ম্যান মেড ফিলামেন্ট ইত্যাদি।

Link copied!