স্বর্নের দাম ভরিপ্রতি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছে জুয়েলারী সমিতি

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ২৮, ২০২৩, ০৭:০৫ পিএম

স্বর্নের দাম ভরিপ্রতি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছে জুয়েলারী সমিতি

দেশের বাজারে স্বর্নের দাম ভরিপ্রতি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস)।

সোমবার (২৯ মে) থেকে এই দাম কার্যকর হবে বলে বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।  

নতুন দাম অনুযায়ী ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৯৬ হাজার ৬৯৪ টাকায়। গত এপ্রিলের মাঝামাঝি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়েছিলো।

বাজুস জানায়, দেশে পাকা সোনা‍‍`র (তেজাবি) দাম কমার প্রেক্ষাপটে সমিতি এ স্বর্নের দামে এ পরিবর্তন আনলো।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। এই দাম ২৯ মে থেকে কার্যকর হবে।  

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৭৪ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২০ টাকা করা হয়েছে।  

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২৯১ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

Link copied!