১৯৮ টাকায় বিক্রি হবে সয়াবিন তেলের প্রতি লিটার

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২২, ০৫:০৭ পিএম

১৯৮ টাকায় বিক্রি হবে সয়াবিন তেলের প্রতি লিটার

শনিবার থেকে সারাদেশে সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হবে ১৯৮ টাকায় এবং খোলা সয়াবিন বিক্রি হবে ১৮০ টাকায়। লিটারপ্রতি পামওয়েল বিক্রি হবে ১৭২ টাকায়। বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত ৪ মাসে তৃতীয়বারের মতো ভোজ্যতেলের দাম বাড়ালো সরকার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশেও তেলের দাম বাড়লো। শনিবার সকাল থেকেই বর্ধিত এ দামে তেল বিক্রি হবে। 

ঈদের আগে ভোজ্যতেল আমদানিকারক, শোধনাগার ও পাইকারি বিক্রেতারা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। নতুন দাম অনুযায়ী সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম এখন ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।  তবে গত ২০ মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম একবার কমানো হয়েছিল। তখন বোতলজাত তেলের দাম লিটার প্রতি ৮ টাকা কমে ১৬০ টাকা এবং খোলা তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা করা হয়েছিল।

Link copied!