২ হাজার টাকা কর না দিলে যেসব সুবিধা পাবেন না

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৩, ০৬:১০ পিএম

২ হাজার টাকা কর না দিলে যেসব সুবিধা পাবেন না

করযোগ্য আয় নেই কিন্তু টিন নাম্বার আছে এমন ব্যক্তিদের ওপরও ন্যূনতম ২ হাজার টাকা কর ধার্য করা হবে। ন্যূনতম এ কর না দিলে মিলবে না সরকারি-বেসরকারি ৩৮ সেবা। ব্যাংক ঋণ থেকে শুরু করে ক্রেডিট কার্ডের ব্যবহার সেই থাকে সুযোগ মিলবে না কোনো প্রতিষ্ঠানের পরিচালক কিংবা মালিকানা পাওয়ারও। 

এই ২ হাজার টাকা কর না দিলে যে যে সেবা থেকে বঞ্চিত হবেন আপনি-

১. ক্রেডিট কার্ড চালানোর সুবিধা থেকে বঞ্চিত হবেন।

২. কোনো ব্যাংক থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নিতে পারবেন না।

৩. কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কিংবা পরিচালক হতে পারবেন না আপনি। এমনকি সমবায় সমিতিও খুলতে পারবেন না।

৪. ট্রেড লাইসেন্স পাবেন না সেই সাথে মিলবে না রিনিউ করারও সুবিধা।

৫. কোনো সার্ভে করার লাইসেন্স মিলবে না সেই সাথে সিটি কর্পোরেশনের জমি কেনা বেচাও করতে পারবেন না।

৬. প্রফেশনাল কোনো সমিতির সদস্য হতে পারবেন না। এমনকি কাজী অফিসও দিতে পারবেন না।

৭. কোনো ব্যবসা সমিতির সদস্য হতে পারবেন না। সেই সাথে কোনো কারখানার পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্রও পাবেন না।

৮. কারখানায় জ্বালানি সংযোগ তো মিলবে নাই সেই সাথে বাসা-বাড়িতেও গ্যাস কিংবা বিদ্যুৎ সংযোগ মিলবে না।

৯. আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলেও ভর্তি করাতে পারবেন না।

১০. এলসি খুলতে পারবেন না।

১১. ৫ লাখ টাকার বেশি সেভিংস একাউন্ট খুলতে পারবেন না, একাউন্টে ১০ লাখ টাকার বেশি রাখতে পারবেন না। সেই সাথে মিলবে না ব্যাংকিং চ্যানেলে একসাথে ৫ লাখ টাকার বেশি কেনাকাটার সুবিধা।

১২. কোনো ধরনের নির্বাচনের প্রার্থী হতে পারবেন না।

১৩. গাড়ির ইন্সুরেন্স করতে পারবেন না।

১৪. বিদেশি অনুদান গ্রহণ করতে পারবেন না, সেই সাথে মিলবে না বিদেশে শ্রমিক পাঠানোর সুযোগও।

আমদানি রপ্তানি ব্যবসা ছাড়াও ডিজিটাল প্লাটফর্মে কেনাবেচা করতে পারবেন না। সেই সাথে বেশ কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে হবে।

Link copied!