৭ টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিনের দাম ২০৫ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ০৯:৫৩ পিএম

৭ টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিনের দাম ২০৫ টাকা

আবারও ৭ টাকা বাড়ানো হলো প্রতি লিটার সয়াবিন তেলের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতির পর বৃহস্পতিবার থেকেই ২০৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি লিটার সয়াবিন তেল। এর আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিলো ১৯৮ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে তেলের দাম বৃদ্ধির এ তথ্য জানানো হয়। 

গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তেলের মুল্য বৃদ্ধির আভাস দিয়েছিলেন। বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাবের দিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করেছে।

নতুন দরে ৫ লিটারের বোতলের দাম ৯৯৭ টাকা, যে দাম আগে ছিল ৯৮৫ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়, যা আগে ছিল ১৮০ টাকা। প্রতি লিটার খুচরা পাম তেলের দাম ১৫৮ টাকা, যা আগে ছিল ১৭২ টাকা। ইউক্রেইন যুদ্ধ শুরুর পর সয়াবিনসহ ভোজ্য তেলের দর বিশ্ববাজারে বাড়তে থাকায় এক মাস আগেই সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে দাম বাড়ানো হয়েছিল গত ফেব্রুয়ারিতে।

 

Link copied!