৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ হতে পারে বুধবার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৮, ২০২৪, ০৩:১০ পিএম

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ হতে পারে বুধবার

আগামী বুধবার (১০ জানুয়ারি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওইদিন পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হতে পারে।

সোমবার (৮ জানুয়ারি) পিএসসির কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ করা হবে। ২০ জানুয়ারির পর যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সময়সূচি থাকবে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হরতাল-অবরোধে অস্থিতিশীলতা ও নির্বাচনী তৎপরতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পিএসসি।

Link copied!