৪৫তম বিসিএস প্রিলিমিনারির দিনে আরও ৭ প্রতিষ্ঠানের পরীক্ষা, ক্ষোভ চাকরিপ্রার্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ১২:৩৩ এএম

৪৫তম বিসিএস প্রিলিমিনারির দিনে আরও ৭ প্রতিষ্ঠানের পরীক্ষা, ক্ষোভ চাকরিপ্রার্থীদের

১৯ মে অনুষ্ঠিত হবে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। বিসিএস বাদে একইদিনে  সরকারি সাতটি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে । একই দিনে একাধিক পরীক্ষায় বিপাকে চাকরি প্রত্যাশীরা। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। বেশিরভাগ চাকরিপ্রার্থীরা একাধিক পদে আবেদন করলেও অংশগ্রহন করতে পারবেন না সবগুলো পরীক্ষায়। 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন চাকরি প্রত্যাশীরা। মিজানুর রহমান নামের এক চাকরিপ্রার্থী লিখেছেন , " বেকারদের সাথে আর কত খেলবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ! একদিনে একাধিক চাকরীর পরীক্ষা নেয়া কতটা যৌক্তিক ?  করোনা পরবর্তী সময়ে আমরা দেখেছি একদিনে সর্বোচ্চ ২৭ টি চাকরির পরীক্ষা নেয়ার রেকর্ড দেখা গেছে। অনেক প্রার্থীর একদিন ৭/৮/৯ টি পরীক্ষা পরেছে এমন কথা জানিয়েছে অনেক প্রার্থী। আমার ক্ষেত্রেও একদিনে ৪ টা ৩ টা পরীক্ষার তারিখ পরেছে । এমন পরিস্থিতিতে আমার নিজের ২৫ টি জব পরীক্ষা  দেয়ার সুযোগ হয়নি ।" 

৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। দেশের আট বিভাগে  একযোগে এ পরীক্ষা ১৯ মে (শুক্রবার)  সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  সেই সময়ের মধ্যে শুরু হবে আরও তিন পরীক্ষা। 

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের কম্পিউটার অপারেটর পদে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা  শুরু হবে ১৯ মে সকাল সাড়ে ৯টায়। প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৯ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত  হবে। 

এছাড়া , একইদিনে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা  পর্জন্ত সমবায় অধিদপ্তরের চারটি পদের পরীক্ষা রয়েছে । পদগুলো হলো—পরিদর্শক, প্রশিক্ষক, মহিলা পরিদর্শক ও  ফিল্ড ইনভেস্টিগেটর। বন অধিদপ্তর ঢাকা বিভাগের ফরেস্ট গার্ড (বনপ্রহরী) ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষাও ১৯ মে বেলা তিনটা থেকে রাজধানীর দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরির পরীক্ষা বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষা রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে। অর্থাৎ , একইদিনের মোট সাতটি পরীক্ষার মধ্যে পরিক্ষার্থিদের বড়জোর দুইটি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ রয়েছে। 

এদিকে এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন মন্তব্য করতে রাজী হননি।

Link copied!