জুলাই ১৫, ২০২৪, ০৪:২৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত অর্ধশত আন্দোলনকারী শিক্ষার্থী আহতের খবর এসেছে।
ওবায়দুল কাদেরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “এটা চরম ধৃষ্টতা। ছাত্রলীগই এর জবাব দেবে।”
আরও পড়ুন: এটা চরম ধৃষ্টতা, ছাত্রলীগই এর জবাব দেবে: ওবায়দুল কাদের
সোমবার (১৫ জুলাই) দুপুর একটার দিকে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে বিকেল তিনটার দিকে একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। এ সময় রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন, “আমাদের ওপর যদি হামলা হয়, তাহলে আমরা পাল্টা হামলা করবো। আমরা পিছু হটবো না।”
পরে মাইকিং করে শিক্ষার্থীদের ভিসি চত্ত্বর এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভিসি চত্ত্বরের সামনেই বিকেল সাড়ে তিনটা থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। সবশেষ বিকেল তিনটা ৫০ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
আরও পড়ুন: নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না?, প্রশ্ন প্রধানমন্ত্রীর
একই দিন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না?”