কোটা বাতিলের দাবি: ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৪, ১১:৫৬ এএম

কোটা বাতিলের দাবি: ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

ছবি: ডেইলি স্টার থেকে নেওয়া

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগ থেকে বাংলা মোটর ও কারওয়ান বাজার পার হয়ে ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কোটা বাতিলের দাবি, বাংলা মোটরে ‌‘বাংলা ব্লকেড’

সোমবার (৮ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীদের একটি দল কারওয়ান বাজার হয়ে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধে আটকে পড়া অনেক পথচারীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

বিকেল চারটার দিকে শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিকেল সাড়ে চারটার দিকে বাংলা মোটরে গণঅবস্থান নেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল সোয়া চারটার দিকে আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিকেল পাঁচটার দিকে পল্টন মোড়ে অন্যান্য শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর জানিয়েছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী ও পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা।

ফেসবুকে দেখুন

কারওয়ান বাজার থেকে সরাসরি

Link copied!