কোটা বাতিলের দাবি, বাংলা মোটরে ‌‘বাংলা ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৪, ০৫:১০ পিএম

কোটা বাতিলের দাবি, বাংলা মোটরে ‌‘বাংলা ব্লকেড’

সোমবার বিকেলে বাংলা মোটরে অনির্দিষ্টকালের ‘বাংলা ব্লকেড’ করেন শিক্ষার্থীরা। ছবি: হাসনাত আসিফ কুশল/দ্য রিপোর্ট ডট লাইভ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বাংলা মোটরে অনির্দিষ্টকালের ‌‘বাংলা ব্লকেড’ চলছে।

সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় সড়ক অবরোধ শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ থেকে বাংলা মোটরে এসে উপস্থিত হন তারা।

বাংলা মোটরে অবস্থান নেওয়া একজন বিক্ষোভকারী বলেন, “যতক্ষণ পর্যন্ত ওপরমহল থেকে সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত বাংলা ব্লকেড চালিয়ে যাবো।” এ সময় গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়টি ওঠালে তিনি বলেন, “এটা তো রাজনৈতিক কথা। তিনি প্রকৃত অর্থে রাজনৈতিক কথা বলেছেন। কিন্তু একটা দেশে ৫৬ ভাগ কোটা, পোষ্য কোটা, নারী কোটা- এটা চলতে পারে না। পৃথিবীর কোনও দেশে এভাবে কোটা বৈষম্য নেই।”

প্রসঙ্গত, গতকাল রোববার যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা মোটর মোড়ে চাকরিপ্রত্যাশীদের অবরোধ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

গতকাল রোববার বিকেলে একইভাবে বাংলা মোটর এলাকায় অবরোধ শুরু হয়। এ ছাড়া গুলিস্তানের জিরোপয়েন্ট, শাহবাগ, চানখাঁরপুলে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের

এদিকে সংবাদ সম্মেলন শেষে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: বিএনপি ও সমমনারা কোটা আন্দোলন সমর্থন করে: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে বিএনপি ও সমমনারা কোটা আন্দোলন সমর্থন করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Link copied!