ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৩:২৬ পিএম
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা প্রাইভেট-কোচিং পড়াতে পারবেন না। আজ (মঙ্গলবার) শিক্ষকদের এ নির্দেশনা দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষক প্রাইভেট কোচিং করাতে পারবেন না। এর জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর আগে গতকাল ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগের সত্যতা পাওয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার এক শিক্ষককে সাময়িক করা হয়েছে। এর পরই এই সিদ্ধান্ত দিয়েছে প্রতিষ্ঠানটি।
সেই তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে আরও চাঞ্চন্যকর তথ্য। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘মোট ৭৭ জন ছাত্রীর মধ্যে ৬০ জন ছাত্রী শিক্ষক মুরাদের পক্ষে ইতিবাচক মন্তব্য করেন। আর ১৭ জন ছাত্রী নেতিবাচক মন্তব্য করেন।’
ছাত্রীদের কাছে লিখিত প্রশ্ন সরবরাহ করে এসব মন্তব্য নিয়েছে তদন্ত কমিটি। যৌন হয়রানি ও নিপীড়নের কথা উল্লেখ করেছে ১৭ জন ছাত্রী। অভিযোগ রয়েছে, ভয়ে অনেক ছাত্রী লিখিত প্রশ্নের উত্তর দিতে পারেনি।
আরও পড়ুন: ভিকারুননিসায় যৌন হয়রানি : মামলার পর গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক
অভিভাবক ও ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় অভিযুক্ত ঐ শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন।