বাড়ছে বায়ু দূষণ; ‘দূষিত বাতাসের শহর’ তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২৩, ০৫:০৬ পিএম

বাড়ছে বায়ু দূষণ; ‘দূষিত বাতাসের শহর’ তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কিছুদিন বৃষ্টিপাত হওয়ার বায়ুমানের উন্নতি হয়েছিল। আবার বৃষ্টি কমে যাওয়ায় বেড়েছে বায়ু দূষণ। গতকাল দ্বিতীয় স্থানে থাকলে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকা উঠে এসেছে শীর্ষে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) দেখা যায়, এ সময় ঢাকার স্কোর ১৭৩। 

বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে ঢাকার বায়ুমানে স্কোর ছিল এটি (১৭৩)। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকাতে ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আবার ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকতা, ইরাকের বাগদাদ রয়েছে ১৬০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে; আর পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৫৪ স্কোর নিয়ে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।  

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকা বায়ুদূষণের শীর্ষে থাকলেও বৃষ্টি হওয়াতে মাঝে দূষণের মাত্রা কমে আসে।  বৃষ্টি কমে যাওয়ায় আবার চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে।

Link copied!