ঈদের দিন আকাশ থাকবে মেঘলা, বাড়বে বৃষ্টির প্রবণতা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২৪, ১০:০৭ পিএম

ঈদের দিন আকাশ থাকবে মেঘলা, বাড়বে বৃষ্টির প্রবণতা

প্রতীকী ছবি

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে আষাঢ়ের প্রথম দিন। তবে এবারের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী জ্যৈষ্ঠের শেষে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। মৌসুমী বাতাস মোটামুটি সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে বৃষ্টির প্রবণতা। একদিন বাদেও আবহাওয়ার চিত্র না পাল্টানোর আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

এ-অবস্থায় কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আজহার দিন আবহাওয়া কেমন থাকতে পারে সেটা দ্য রিপোর্ট ডট লাইভকে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। শুক্রবার (১৪ জুন) তিনি বলেন, “ঈদের আগে ও পরে মিলিয়ে তিনদিন দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। এই সময়ে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। ঈদের পরে বৃষ্টির প্রবণতা বাড়বে।”

তিনি আরও বলেন, “খুলনা ও রাজশাহী বিভাগের তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় এখনও বেশি। খুলনা বিভাগের বেশির ভাগ জেলা ও রাজশাহী বিভাগের অল্প কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।”

এদিকে খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, “১৬-১৮ জুন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশির ভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি ও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।”

ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার বিষয়ে তিনি আরও বলেন, “ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।”

এই আবহাওয়াবিদ বলেন, “রাজধানীতে বৃষ্টি হবে। তবে টানা বৃষ্টি হবে না বলে আমরা মনে করছি। আগামী ১৯ জুনের পরে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

Link copied!