এই বসন্তে দেখে আসুন শিমুল বাগানের আগুন রূপ!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১১:৫৭ পিএম

এই বসন্তে দেখে আসুন শিমুল বাগানের আগুন রূপ!

বসন্তের আগমনী বার্তা শোনা গেলেই শিমুল গাছে যেন আগুন লেগে যায়। শিমুল ফুলের আগুন রূপ দেখে কার না চোখ ঝলসায়! এজন্যই প্রতি বছরই পর্যটকদের দেখা যায় যাদুকাটা নদীর তীরে শিমুল বাগানে। সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত নদীর হাওয়ায় মন ভাসিয়ে শিমুলের রূপে চোখ ভাসিয়ে কাটিয়ে দেয়া যায়।

বিশাল বাগান জুড়ে সারি সারি শিমুলগাছ আগুন লাল ফুলে সেজে আছে। ঝরে পড়ে আছে হাজারো ফুল। 

বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীর ঘেঁষে ১০০ বিঘার বেশি জায়গা জুড়ে এই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। মায়াভরা যাদুকাটা নদী, ওপাড়ে ভারতের মেঘালয় পাহাড়, এপাড়ে শিমুল বাগানের সবুজ-রক্তিম লাল ফুলের মেলা।

জেলা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে এই শিমুল বাগান। ২০০২ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বৃক্ষপ্রেমী প্রয়াত ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে তিন হাজার শিমুলের চারা রোপণ করেন। গড়ে তোলেন শিমুল বাগান। ২০১২ সালে প্রথমবারের মতো ফুলে ফুলে সেজে ওঠে শিমুল বাগান।

বসন্তের শুরুতেই শিমুল বাগানের আগুন রূপ দেখতে পাওয়া যায়। আর বর্ষায় ঘন সবুজ শিমুল বাগান দেখতে পাবেন। সাথে পরিপূর্ণ টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসতে পারবেন। 

যাবেন যেভাবে

ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ যাওয়ার বাস পাবেন। নামতে হবে নতুন ব্রিজের কাছে। সেখানে পর্যটকদের জন্য অপেক্ষারত থাকে অনেক মোটরসাইকেল, সিএনজি, লেগুনা। মোটরসাইকেলে চালক ২ জন যাত্রী নিয়ে যাদুকাটা নদীর পাড়ের উদ্দেশে রওনা হয়। যাদুকাটা নদী খেয়াপাড়ি দিয়ে নামাবে বারেক টিলায়। সেখান থেকে কিছুটা এগুলেই শিমুল বাগানের পথ।

সারাদিন ঘুরে সুনামগঞ্জে ফিরতে পারবেন বিকেলেই। তবে যদি আরও কিছু স্পট ঘুরে দেখতে চান তাহলে চেষ্টা করুন দুপুরের মধ্যেই শিমুল বাগান ঘুরে ফেলতে। তাহলে ট্যাকেরঘাট, নীলাদ্রি লেক ও টাঙ্গুয়ার হাওরও স্বল্প সময়ের জন্য ঘুরে আসতে পারবেন। তবে ভালো হয় হাতে দুদিন সময় নিয়ে গেলে। 

খাবারের ব্যবস্থা

শিমুল বাগান এলাকায় তেমন খাবারের ব্যবস্থা নেই। বারেক টিলায় খাবারের দোকান পাবেন। ভালো খাবারের ও থাকার ব্যবস্থা চাইলে বড়ছড়া বাজারে কয়েকটি গেস্ট হাউজ ও তাহিরপুর বাজারে দুটি হোটেল পাবেন। তবে রাত্রিযাপন করতে চাইলে সুনামগঞ্জ শহরে ফিরে এসে আসাই ভালো। 

এক দিনের ট্যুরে যারা ঘুরতে চান কাছেই কোথাও, তাদের জন্য নদী-পাহাড়-বাগান সব মিলিয়ে মনের শান্তির দারুণ একটি স্থান হচ্ছে শিমুল বাগান। আর সাথে তো অসাধারণ কিছু ছবি মুঠোফোনে ধারণ করার সুযোগ মিলবেই!

Link copied!