সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণের অবনতি

নিজস্ব প্রতিবেদক

মে ২৫, ২০২১, ০৯:৫৩ পিএম

সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণের অবনতি

দেশের সীমান্তবর্তী জেলা গুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সংক্রমণের হার ৫৫ শতাংশ হবার পর লকডাউন দেয়া হয়। যার ফলে সংক্রমণের হার অবনতি হওয়া জেলাগুলোতে লকডাউন দেয়া হতে পারে। একই কথা বলেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

৭ জেলায় আসতে পারে লকডাউন

স্বাস্থ্য বিভাগের মতে - যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী ও সিলেট জেলাতেও সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর সঙ্গে ভারতে যাতায়াতের একটি সম্পর্ক থাকতে পারে। এরই প্রেক্ষিতে লকডাউনের আভাস দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে ‘আইসোলেটেড’ করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে।

দেশে ভারতীয় ধরনের সংক্রমণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

রোগী স্থানান্তরের নির্দেশনা

সীমান্তবর্তী কয়েকটি জেলা থেকে জরুরি রোগী পার্শ্ববর্তী বড় জেলায় বা বিভাগীয় শহরে দ্রুত আনার প্রস্তুতি নিতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা করছে।

তবে বর্তমানে সীমান্তবর্তী ৭ জেলায় যথাযথ পরিস্থিতি মোকাবেলা যথাযথ ব্যবস্থাপনা রয়েছে। তাই এখনই জেলাগুলো থেকে রোগী স্থানান্তরের প্রয়োজন না হতে পারে।

প্রস্তুত রয়েছে জেলাগুলো

যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন দ্য রিপোর্টকে জানায়, যশোরের করোনা সংক্রমনের হার একটু অবনতি হয়েছে। তবে এই মুহুর্তে কোন ধরনের লকডাউনের নির্দেশনা পাইনি। তবে সকল ধরনের প্রস্তুতি রয়েছে। নির্দেশনা পেলেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Link copied!