কাশ্মীর: এবার গৃহবন্দি হলেন ওমর আব্দুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০১:০৩ পিএম

কাশ্মীর: এবার গৃহবন্দি হলেন ওমর আব্দুল্লাহ

ভারতের ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ রবিবার দাবী করেন স্বপরিবারে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও একই দাবী করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ওমর আবদুল্লাহ এক বার্তায় বলেন, ‘২০১৯ সালের আগস্টের পরে এটাই নয়া কাশ্মীর। কোনও ব্যাখ্যা ছাড়াই আজকাল গৃহবন্দি করা হয় আমাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে আমার বাবা, যিনি একজন সংসদ সদস্য(ডা. ফারুক আব্দুল্লাহ), তাকে এবং আমাকে  বন্দি করা হয়েছে, আমার বোন এবং তার ছেলেমেয়েকেও বন্দি করা হয়েছে।’ বাড়ির বাইরে মোতায়েন  নিরপত্তা বাহিনীর গাড়ির ছবিও  পোস্ট করেছেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের নয়া রূপ দেখাচ্ছে,  কোনও কারণ ছাড়াই আমাদের বাড়িতে আটকে রাখা হবে। শুধু তাই নয়, আমাদের বাড়িতে যারা কাজ করেন, তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের সময়েও মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহসহ কাশ্মীরের বহু রাজনীতিককে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Link copied!