জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ১০:১৩ এএম

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৪

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে বুধবার রাতে ৭.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪ জনের মৃত্যু এবং আরও ৯০ জন আহত হয়েছেন। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল উপকূলীয় ফুকুশিমা অঞ্চলে। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি হয়। ভূমিকম্পের পরই রাজধানী টোকিওর প্রায় ৭ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফুকুশিমার একটি বুলেট ট্রেন ভূমিকম্পে লাইনচ্যূত হয়ে পড়ে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১১ সালে এই অঞ্চলটিতে ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল।

Link copied!