দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:৫৫ এএম

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রবিবার (১২ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লাকের স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তারপর তার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আসে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রামাফোসা করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন।

Link copied!