দক্ষিণ আফ্রিকায় নাইট ক্লাব থেকে ২০ জনের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২২, ১১:২০ পিএম

দক্ষিণ আফ্রিকায় নাইট ক্লাব থেকে ২০ জনের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন সিটির একটি নাইট ক্লাব থেকে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

দেশটির পুলিশের এক মুখপাত্র স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা কোনো ধারণা করতে চাই না।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। চার জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। তবে কি কারণে এই হতাহতের ঘটনা তা পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহগুলো এমনভাবে পড়ে ছিল যেন তারা ক্লাবটির মেঝেতে হঠাৎ করে লুটিয়ে পড়েছেন। ইস্টার্ন কেপের স্বাস্থ্য বিভাগ বলেছে, মরদেহগুলো নিকটস্থ বিভিন্ন মর্গে পাঠানো হয়েছে। ময়নাদতন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিবিসি অনলাইন জানিয়েছে, নিহত ব্যক্তিদের মরদেহ তাদের স্বজনদের দেখতে দেওয়া হচ্ছে না। স্থানীয়রা নাইট ক্লাবটি বন্ধের আহ্বান জানিয়েছেন।

Link copied!