দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৪৪৩

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ১১:১৬ এএম

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৪৪৩

ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকায় ঝড়পরবর্তী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪৩ হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও অনেকে। গৃহহীন হয়ে পড়েছেন আরও ৪০ হাজারের মতো মানুষ।

কোয়াজুলু-নাটাল প্রদেশে এখনও নিখোঁজ কয়েক ডজন মানুষের খোঁজ করছে উদ্ধারকারীরা। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

রবিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে ওই প্রদেশের হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এতে আফ্রিকার অন্যতম ব্যস্ততম বন্দর ডারবানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় থেকে শনিবার জানানো হয়, দুর্যোগের কারণে প্রেসিডেন্টের সৌদি আরব সফর বিলম্ব হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথাও জানায় কর্তৃপক্ষ।

Link copied!