মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে আগুন, ১৩ রোগীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২১, ১২:১৭ পিএম

মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে আগুন, ১৩ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিউতে ভর্তি থাকা অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) ভোরে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরার শহরের বিজয় বল্লভ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সেখানে ১৭ জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছিল। পরে আহত রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার তলার এই হাসপাতালের দুই তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর রাত প্রায় ৩টার দিকে পালঘর জেলার ওই হাসপাতালের আইসিইউতে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।

এতে হাসপাতালে থাকা রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী (সিইইউ) দিলিপ শাহ জানিয়েছেন, আগুন লাগার সময়ে হাসপাতালটিতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সঙ্ককটজনক ছিল, তাদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

নিহত রোগীদের আত্মীয়-স্বজনের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। যাদের গাফিলতিতে এই বিপর্যয়, তাদের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এটা খুবই বড়সড় দুর্ঘটনা। দোষীরা রেহাই পাবে না। মৃতদের পরিজনদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, দুদিন আগেই মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে প্রাণ হারিয়েছিল ১৪ জন রোগী। ট্যাঙ্কারে অক্সিজেন লিক হওয়ায় ভেন্টিলেটর বেডে থাকা রোগীরা অক্সিজেনের অভাবে প্রাণ হারান।

ওই সময় ওই হাসপাতালে ১৫০ জন রোগীর অক্সিজেন বেডে ও অন্যান্য রোগীদের ভেন্টিলেটর বেডে চিকিৎসা চলছিল। সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের আর এক হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১৩ কোভিড আক্রান্ত।

 

Link copied!