সৌদি আরবের জেদ্দায় রেস্তোরাঁর জন্য পচা মাংস বহন করে নিয়ে যাওয়ার সময় সেটা জব্দ করেছে স্থানীয় তদারক কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি ট্রাকে করে মাংস নেওয়ার সময় পচা গন্ধ হলে সন্দেহ করে ট্রাকটিতে তল্লাশি চালানোর পরে ৩০০ কেজি পচা মাংস জব্দ করা হয়।
জেদ্দা পৌরসভা কর্মকর্তা হেবা হুসাইন বলেন, “মনিটরিং দল পচা মাংস পরিবহনকারী গাড়িটি জব্দে সক্ষম হয়েছে।”
জেদ্দা কর্তৃপক্ষ জানায়, মানুষের খাওয়ার অযোগ্য মাংস পাচার বন্ধে কঠোর হবে তারা। গত মাসে পাঁচটি চেকপয়েন্টে ১ হাজার ২৪৩টি পশুর কোরবানির পচা মাংস জব্দ করা হয়।