কলেরা থেকে বাঁচতে গিয়ে ফেরিতে ৯০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২৪, ০৪:১০ এএম

কলেরা থেকে বাঁচতে গিয়ে ফেরিতে ৯০ জনের প্রাণহানি

মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবির ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯০ জন। বিষয়টি নিশ্চিত করে নামপুলা প্রদেশের কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ফেরিটিতে থাকা ১৩০ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। কলেরা থেকে বাঁচার জন্য তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও জানানো হয়।

নামপুলা রাজ্যের সেক্রেটারি জাইম নেটো বলেন, ‘কলেরার প্রাদুর্ভার থেকে বাঁচতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফেরিটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানো হয়। ফলে এটি ডুবে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায় ফেরি ডুবির ঘটনায় নিহত অনেকের দেহ সমুদ্র সৈকতে রাখা হয়েছে।’

রাজ্যটিতে কলেরা মহামারি ছড়িয়ে পড়ায় ফেরিটি নামপুলা উপকূলের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি থেকে কলেরা মহামারি দেশটিতে প্রকট আকার ধারণ করেছে।

সূত্র: রয়টার্স

Link copied!