গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৮ হাজার শিশু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:৫৮ এএম

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৮ হাজার শিশু

ছবি: বিবিসি

গাজা চলমান সংঘাতে অন্তত আট হাজার শিশু নিহত হয়েছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলের নির্বিচার বোমাহামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত (গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫১ হাজারেরও বেশি।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, ইসরায়েলি হামলায় হতাহতদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও নারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের তথ্যানুসারে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ হাজার শিশু নিহত হয়েছে। একই সময়ে নিহত ফিলিস্তিনি নারীর সংখ্যা ৬ হাজার ২০০ জন।

ইসরায়েলের দাবি, তারা শুধু হামাসের যোদ্ধা ও অবকাঠামো লক্ষ করে হামলা চালাচ্ছে। দেশটি অভিযোগ করেছে, হামাস বেসামরিক ব্যক্তি ও স্থাপনাকে মানব-ঢাল হিসেবে ব্যবহার করছে। সমালোচকরা বলছেন, ইসরায়েলের হামলা বাছবিচারহীন, কারণ এতে প্রতিদিনই অসংখ্য বেসামরিক মানুষ নিহত হচ্ছেন।

Link copied!