বহু আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কলম্বিয়া। এবার রামাল্লায় দেশটি তাদের দূতাবাস খুলতে যাচ্ছে। গতকাল বুধবার কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবেরতো মুরিলোকে এই আদেশ দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
এর আগে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে গত ২ মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া।
আরও পড়ুন: এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা
কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, “রামাল্লায় আমাদের দূতাবাস নির্মাণ হবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশের দ্বিতীয় পদক্ষেপ।”
আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলো আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে
গত ২ মে ইসরায়েল থেকে কলম্বিয়ার সব কূটনীতিক প্রত্যাহার করে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা ছিল প্রথম পদক্ষেপ।
এর আগে গত বছর ২০ অক্টোবর ইসরায়েলের রাষ্ট্রদূত গালি ডাগান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত রউফ আল-মালকির সঙ্গে পৃথক বৈঠকে প্রথমবারের মতো রামাল্লায় দূতাবাস করার কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
সূত্র: রয়টার্স