দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুসংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
জোহানেসবার্গ জরুরি ব্যবস্থাপনা সেবা কর্তৃপক্ষের মুখপাত্র রবার্ট মুলাউদজির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার একটি চারতলা ভবনে ওই আগুন লাগে।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ৭৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবার্ট মুলাউদজির আরও বলেন, অভিযান চলছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। আরও লোক ভেতরে আটকা পড়ে থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসলেও শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীর স্ট্রিংগুলিও ঝুলছে।