ইরানের হামলা ‘অযৌক্তিক’, বললেন নেতানিয়াহুর মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ০৮:৪২ পিএম

ইরানের হামলা ‘অযৌক্তিক’, বললেন নেতানিয়াহুর মন্ত্রী

ইরানে ইসরায়েলের হামলা ‘অযৌক্তিক’ বিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে হিব্রু ভাষায় এক শব্দে তিনি লেখেন, ‘দারদালেহ’। অর্থাৎ ইরানের ওপর শুক্রবার (১৯ এপ্রিল) যে হামলা করা হয়েছে তা ‘হতাশাব্যাঞ্জক’।

১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে একের পর এক হুঁশিয়ারি দিতে থাকে ইরান। প্রতিশোধস্বরূপ ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা করে বসে শিয়া অধ্যুষিত দেশটি। ইরানের হামলার পর নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত আছে। এখনই ইরানের বিরুদ্ধে হামলার সময়।’

বিষয়টিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্ত্রীর সমালোচনায় বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেন, ‘অন্য কোনো প্রধানমন্ত্রী হলে তাকে আজ সকালেই মন্ত্রিসভা থেকে বের করে দিতেন। এমনকি নেতানিয়াহুর পাশে বসে ভেড়ার মতো যেসব মন্ত্রী চুপ করে থাকেন, তারাও দায়মুক্ত নন। তারা ক্ষমার অযোগ্য।’

ইসরায়েলের রাজনীতিতে বিভক্তির উপসর্গ
বেন-গাভিরের এই মন্তব্যের মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে বিভক্তির উপসর্গ দেখা দিয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রায় ৭ মাসের মধ্যেই গাজায় হামলা অব্যাহত রাখা এবং ইরানের হামলাকে কেন্দ্র করে দ্বিধাবিভক্তির পরিস্থিতি তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময় ইরানের জাতীয় বিপ্লবী গার্ড, লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস ও সিরিয়ার উত্তেজনার মধ্যে প্রবল উত্তপ্ত সময় পার করছে ইসরায়েল। এর মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করে বসলেন বেন-গাভির।

গত ১৩ এপ্রিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলকে ‘আরও বেপরোয়া’ হয়ে ওঠার আহ্বান জানান তিনি। আর এখন তার এই মন্তব্য ‘নেতানিয়াহুকে গাছে উঠিয়ে দিয়ে মই নিয়ে পালানোর শামিল’।

ইরানের হামলার বিষয়ে নেতানিয়াহু প্রশাসনের অর্থমন্ত্রী বেজজালেল স্মোট্রিচ বলেছিলেন, ‘এই (ইসরায়েল) হামলার জবাবে ইরানকে একেবারেই কাঁপিয়ে দেওয়া উচিত। যাতে সবাই বুঝতে পারে, যারাই তাদের সঙ্গে লড়তে আসবে, তাদেরকেই ধ্বংস হতে হবে।’

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর এই মন্তব্যের জবাবে ইরানের একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ‘ইসরায়েল নিজেদের সঙ্গে নিজেরাই তামাশা করছে।’

সূত্র: দ্য টেলিগ্রাফ, জেরুজালেম পোস্ট

Link copied!