‘গাজায় ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২, ২০২৪, ০৪:৩৩ পিএম

‘গাজায় ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল’

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলায় সাতজন ত্রাণকর্মী নিহতের ঘটনায় সমালোচনা চলছে। এর মধ্যেই সেভ দ্য চিলড্রেনের অভিযোগ, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের মধ্যে অনাহারে রয়েছে গাজাবাসী। এমনকি দুর্ভিক্ষের হুমকি পর্যন্ত স্পর্শ করেছে তাদের। এ অবস্থার মধ্যেও গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘গাজায় নজিরবিহীন অপুষ্টির শিকার শিশুদের চিকিৎসায় ব্যবহার্য সরঞ্জাম সরবরাহেও বাধা দিচ্ছে ইসরায়েল। দেশটির সরকার সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।’

মাসের পর মাস ধরে গাজায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধা দিয়ে চলেছে ইসরায়েল। সীমানে অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর ও ওয়াটার পিউরিফায়ার ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেভিয়ার জুবার্ট বলেন, ‘অনাহারকে কখনোই যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা সমীচীন নয়। এরই মধ্যে ২৭ জন শিশু অনাহার ও রোগে ভুগে মৃত্যুবরণ করেছে। সমগ্র বিশ্ব যদি এখনই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে এই সংখ্যা আরও বাড়বে।’

সূত্র: আলজাজিরা

Link copied!