ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ০৩:১৬ এএম

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

দামেস্কে হামলার ঘটনায় প্রতিশোধস্পৃহায় ফুঁসে উঠেছিল ইরান। আসছিল একের পর এক হুঁশিয়ারিও। তাদের সেই হুঁশিয়ারি বাস্তব রূপ পেয়েছে ১৩ এপ্রিল। এর আগে ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার ঘটনায় তেল আবিবকে দায়ী করতে থাকে তেহরান। এবার ইসরায়েলে হামলার ঘটনায় নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যেন প্রযুক্তিগত কোনো সুবিধা না পায় সেজন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সুনির্দিষ্ট করে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৬ জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যারা ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। ইরানের খুজেস্তান স্টিল কোম্পানির কাছে স্টিলের পণ্য উৎপাদনের কাঁচামাল সরবরাহ করায় পাঁচটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে বিপ্লবী গার্ড ও আগেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করায় ইরানের অটোমেকার প্রতিষ্ঠান বাহমান গ্রুপের ওপরও নিষেধাজ্ঞা এসেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!