এবার প্রিগোশিনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৮, ২০২৩, ১২:৪৫ এএম

এবার প্রিগোশিনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

ভাগনার গ্রুপ প্রধান ইয়েভগিনি প্রিগোশিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। ডিএনএ পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটি বলেছে, নিহত ১০ জনেরই পরিচয় শনাক্ত হয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের তালিকায় যাদের নাম ছিল, তাদের সাথে নিহতদের মিল রয়েছে।

এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাবার সরবরাহকারী ছিলেন প্রিগোশিন। সেই সম্পর্কের সূত্র ধরে পুতিনের পৃষ্ঠপোষকতায় রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপ গড়ে তুলেছিলেন তিনি।

গত বুধবার সন্ধ্যায় প্রিগোশিনের ব্যক্তিগত উড়োজাহাজ ‘এমব্রেয়ার লিগ্যাসি’ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। উড়োজাহাজে প্রিগোশিন ও তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উতকিনসহ সাতজন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন তিনজন। তাদের সবাই নিহত হন।

Link copied!