ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাচ্ছে না: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৪, ০২:৩৩ পিএম

ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাচ্ছে না: হোয়াইট হাউস

সংগৃহীত ছবি

জর্ডানে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার জেরে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না বলে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

সোমবার হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে না। তবে জর্ডানে ইরানের তীব্র ড্রোন হামলার জবাব দেবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ইরানের সাথে যুদ্ধ চাচ্ছি না।’

তিনি আরও বলেছেন, এতে কোনো ভুল নেই যে জর্ডানে চালানো হামলাটি ছিল তীব্র। এর জবাব দেয়া প্রয়োজন।

রবিবার স্থানীয় সময় সকালে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রান্তে সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এ সময় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়।

গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বহু হামলা হলেও এটিই প্রথম প্রাণঘাতী হামলা ছিল। মধ্যপ্রাচ্যের বিরাজমান উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে এ ঘটনা।

Link copied!